বিশ্বে করোনায় আরও কমেছে শনাক্ত ও মৃত্যু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ১১:০৯ | অনলাইন সংস্করণ
বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৮৩৭ জন। সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৪০৪ জন।
সোমবার (৩ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ২০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩২ হাজার ২৪০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭০ লাখ ২০ হাজার ২৯৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭২৪ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭২৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।