রাতের আঁধারে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ১১:৪১ | অনলাইন সংস্করণ

ইসরায়েল এবার রাতের আঁধারে সিরিয়ায় হামলা চালিয়েছে। রোববার (৯ এপ্রিল) মধ্যরাতে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা চালায়। রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশ্যে রকেট হামলা চালানো হয়। জবাবে সিরিয়ায় আর্টিলারি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে, পাল্টাপাল্টি এই হামলায় এখনও কোনো পক্ষের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আল জাজিরা বলছে, ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর দুই দফায় হামলা চালানোর জেরে ইসরায়েলি ভূখণ্ডে সিরিয়া থেকে অস্বাভাবিক ভাবে এই রকেট নিক্ষেপের ঘটনা ঘটে। অবশ্য একই কারণে এর আগে লেবানন এবং ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকেও ইসরায়েলে রকেট নিক্ষেপের ঘটনা ঘটে। 

এর জেরে ইসরায়েল তখন গাজা ভূখণ্ড এবং দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি স্থাপনায় বোমাবর্ষণ করে। মূলত অবরুদ্ধ গাজা উপত্যকা শাসন করছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস।