ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্দা সেনা ঘাঁটিতে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। দায়ী ব্যক্তিদের খোঁজে সার্চ অপারেশন চলছে।
ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে।
বাথিন্দার পুলিশ জানিয়েছে, তারা সেনা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনও তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি।
বাথিন্দার এসএসপি গুলনিত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনো সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।
এসএসপি খুরানা আরও বলেছেন যে এটি কোনো উগ্রবাদী হামলা নয়। ওই সামরিক ঘাঁটিতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে সেনাবাহিনী কোনো বিস্তারিত তথ্য দেয়নি।