ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বে করোনায় আরও ৩১২ জনের মৃত্যু

বিশ্বে করোনায় আরও ৩১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৩১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১৪১ জন। সুস্থ হয়েছেন ৯২ হাজার ৮২৩ জন। শুক্রবার (২১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার ৬৭৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ১৭৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১০৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৮২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

করোনা,মৃত্যু,আক্রান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত