ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত

সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত

সিরিয়ায় তুরস্কের হামলায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু হুসেইন আল-কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজেই এই ঘোষণা দিয়েছেন বলে সোমবার (১ মে) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় আইএসের সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে এরদোয়ান ঘোষণা দিয়েছেন। নিহতের নাম আবু হুসেইন আল-কুরাইশি। তিনি আইএস প্রধান। পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি আইএসের দায়িত্ব নিয়েছিলেন।

গত বছর নভেম্বরে সিরিয়ার দক্ষিণাঞ্চলে এক অভিযানে আইএস এর তৎকালীন প্রধান আবু আল হাসান- আল-হাশেমি আল-কুরেশি নিহত হন। এরপরই আইএস এর দায়িত্ব গ্রহণ করেছিলেন আবু হুসেইন আল-কুরাইশি।

সিরিয়ার স্থানীয় এবং নিরাপত্তা সূত্রগুলো বলেছে, অভিযানটি চালানো হয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জান্দারিজে। শহরটি তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

টিআরটি তুর্ক সম্প্রচারমাধ্যমে এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, শনিবার তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে আইএস নেতাকে হত্যা করা হয়েছে। অবশ্য আইএস এখনও পর্যন্ত তুরস্কের এই অভিযান সম্পর্কে কোনও মন্তব্য করেনি।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এমআইটি গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে কুরাইশিকে অনুসরণ করেছে। বিস্তারিত কোনো তথ্য না দিয়ে এরদোয়ান বলেন, ‘কোনো বাছবিচার ছাড়াই আমরা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব।’

তুরস্ক,হামলা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত