খার্তুম ছাড়ল চার শতাধিক বাংলাদেশি

প্রকাশ : ০২ মে ২০২৩, ১৫:১৮ | অনলাইন সংস্করণ

সামরিক ও আধা-সামরিক বাহিনীর চলমান সংঘাতে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আটটি বাসে করে আরও ৪ শতাধিক বাংলাদেশিকে দেশটির রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নেওয়া হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৮টায় তাদের নিয়ে বাসগুলো রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করে খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, এখানে আরও চারটি বাস প্রস্তুত রয়েছে। আরও যেসব বাংলাদেশি আসছেন, তাদের নিয়ে বাসগুলো পরে রওনা দেবে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।