থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোটের দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছে বিরোধী দলগুলো। পিছিয়ে পড়েছে দেশটির সামরিক-সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, থাই ভোটাররা সামরিক সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, ধারণা করা হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া বিরোধী দল দুটি জোট আলোচনার জন্য প্রস্তুত।
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিরোধী দল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি)। এরপরই রয়েছে আরেক বিরোধী দল থাকসিন সিনাওয়াত্রার দল ফিউ থাই।
সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অভ্যুত্থানের অভিজ্ঞতা অর্জনের পর, এবারের নির্বাচনকে থাইল্যান্ডের জন্য ‘একটি টার্নিং পয়েন্ট’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
২০১৪ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন সাবেক সেনাপ্রধান প্রাউত। তবে এবার মুভ ফরোয়ার্ড পার্টি ও ফিউ থাই-এর মতো দলগুলোর বিপক্ষে শক্তিশালী নির্বাচনী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। যদিও ভোটের আগে জনমত জরিপেও পিছিয়ে ছিল প্রাউতের দল।
বিবিসি জানিয়েছে, নির্বাচনে এখন পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যের ভিত্তিতে, সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে মুভ ফরোয়ার্ড। দ্বিতীয় স্থানে আছে ফিউ থাই।