ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ৯

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ৯

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলা চালিয়েছে। এ হামলায় ৯ জন নিহত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে ‘পার্ল বিচ’ নামের লিডো বিচের একটি হোটেলে এ হামলা চালানো হয়।

দেশটির পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হোটেলে নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক ও তিনজন সেনাসদস্য রয়েছেন। সেখান থেকে ৮৪ জন বেসামরিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী পাশের এক রেস্টুরেন্টের ওয়েটার হুসেইন মুহাম্মদ বলেন, প্রথমে বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। পড়ে গুলিবর্ষণ শুরু হয়।

আরেক প্রত্যক্ষদর্শী হুসেইন সাদ্দাম বলেন, যখন সামনের দিকের গেইটে প্রথম বিস্ফোরণটি ঘটে তখন তিনি সৈকতের কাছে বসেছিলেন, তারপর পেছনের দিকে আরেকটি বিস্ফোরণ ঘটে। তিনি চারটি মৃতদেহ দেখেছেন, দুইজন নারী ও অন্য দুইজন পুরুষ।

সোমালিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনী হামলার পর পরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে জঙ্গিদের নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানায়। জঙ্গি সংগঠন আল-শাবাব ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে।

হোটেল,জঙ্গি,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত