ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, নিহত ৬

পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, নিহত ৬

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন সেনাসদস্য। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তপর (আইএসপিআর) রোববার (১১ জুন) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের একটি বিবৃতিতে বলা হয়, তাদের সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করে। কিন্তু তাদের তিনজন সেনা সদস্য শহীদ হয়। গত ৯-১০ জুন রাতে এ ঘটনা ঘটেছে।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, তাদের সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে এবং ফলস্বরূপ তিন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠায়। এতে চার সন্ত্রাসী আহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

শহীদ সেনারা হলেন সুবেদার আসগর আলী (৪০), সিপাহী নাসিম খান (২৬) এবং সিপাহী মুহাম্মদ জামান (২২)।

আইএসপিআর আরও জানায় ওই অঞ্চলে পাওয়া অন্য কোনো সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, 'পাকিস্তানের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের হুমকিকে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সেনাদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।'

সেনাবাহিনী,সন্ত্রাসী,বন্দুকযুদ্ধ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত