সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। এ হামলায় চার বেসামরিক নাগরিকসহ অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ২৫ জন। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থার বরাত দিয়ে রোববার (২৫ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা সান।
সংস্থাটি বিদ্রোহী বাহিনীকে দায়ী করা মারাত্মক ড্রোন হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয় বলে উল্লেখ করেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেন, জিসর আল-শুগুরে রাশিয়ার বিমান হামলায় চার বেসামরিক লোক নিহত হয়েছে এবং কাছাকাছি তিনজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।
তিনি আরও জানান, ইদলিব প্রদেশে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে হামলায় কমপক্ষে ২৫ জন বেসামরিক লোক আহত হয়েছে।