বিক্ষোভ উত্তাল ফ্রান্স, গ্রেফতার ২৪২
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১১:২৮ | অনলাইন সংস্করণ
ফুঁসে উঠেছে ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক আলজেরীয়-বংশোদ্ভূত তরুণ নিহত হওয়ার পর থেকে তিন রাত ধরে ব্যাপক সহিংসতা চলছে।
বৃহস্পতিবার (২৯ জুন) রাত থেকে ফ্রান্সজুড়ে চলা এই সহিংসতায় এ পর্যন্ত ৪২১ জনকে আটক করা হয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।
প্যারিসের হাউটস দ্য সেইন অঞ্চলে, সেইন সেইন্ট দেনিসে এবং ভাল দে মার্নে থেকে ২৪২ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্যারিসের দক্ষিণ-পশ্চিমের কাছের শহর ক্ল্যামার্তে ৩ জুলাই পর্যন্ত রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। কিছু এলাকায় বন্ধ করা হয়েছে যান চলাচল।