ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফের ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ

ফের ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ

ফের রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে ক্রিমিয়ার রুশপন্থী গভর্নর জানিয়েছেন যে, জরুরি কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

রাশিয়া সমর্থিত কর্মকর্তারা সোমবার (১৭ জুলাই) ইউক্রেনীয় মিডিয়া সেতুতে বিস্ফোরণের খবর দিয়েছে।

গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন যে, সেতুর ১৪৫তম স্তম্ভে জরুরি ঘটনা ঘটেছে, যা ক্রিমিয়ান উপদ্বীপকে রাশিয়ার অঞ্চল ক্রাসনোদারের সাথে সংযুক্ত করে। তিনি আর কোনো বিস্তারিত জানাননি।

আরবিসি-ইউক্রেন সংবাদ সংস্থা জানিয়েছে যে, সেতুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্রিমিয়াকে ২০১৪ সালে ইউক্রেন থেকে নিজেদের অঞ্চলে অন্তর্ভুক্ত করে রাশিয়া। তবে এটি এখনও আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসাবে স্বীকৃত।

ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর সাথে সম্পৃক্ত একটি টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে যে, সেতুতে দুটি হামলা হয়েছে।

রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনগুলো যাচাই করেনি সংবাদমাধ্যমগুলো। ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনার পর ইউক্রেনের শস্য রফতানি চুক্তি রাশিয়া বাড়াবে কি না সেটি নিশ্চিত নয়। রোববার রাতে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এটি বন্ধ রয়েছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন যে, চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে ১২ মাইল (১৯ কিলোমিটার) লম্বা সেতু এবং এবং রেল সেতুটি গত অক্টোবরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্রেমলিন অভিযোগে বলেছিল যে, ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী এই বিস্ফোরণ ঘটিয়েছে। কয়েক মাস পর ইউক্রেন পরোক্ষভাবে হামলার কথা স্বীকার করে।

আকসিওনভ এবং ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনড্রাটিয়েভ উভয়ই বলেছেন যে, তারা সেতুতে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের অঞ্চলে অপারেশনাল সদর দফতর স্থাপন করেছে। উপদ্বীপের রাশিয়ান-সমর্থিত প্রশাসন বলেছে যে ক্রিমিয়াকে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তবে বাসিন্দাদের সেতু দিয়ে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।

ইউক্রেনের ওডেসা সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক টেলিগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে সেতুটির একটি লাইন মাঝখানে ভেঙে গেছে।

এটি হামলার সাথে সম্পর্কিত কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংযোগ,সেতু,বিস্ফোরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত