ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে আবারো বিস্ফোরণ

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে আবারো বিস্ফোরণ

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে পৃথক বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন।

শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুশিলিন।

পুশিলিনের বরাতে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্ক শহরে ঘটা বিস্ফোরণে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া ভোরোশিলোভস্কি জেলার একটি নির্মাণস্থলে যন্ত্র বিস্ফোরিত হয়ে তিনজন নির্মাণ শ্রমিক নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন।

ডেনিস পুশিলিন বলেন, নিহত তিন শ্রমিক দোনেৎস্কের কিয়েভস্কি জেলার একটি পাবলিক ইউটিলিটি কোম্পানির কর্মচারী ছিলেন এবং পূর্বে অবিস্ফোরিত একটি ক্লাস্টার সাবমিনিশনের বিস্ফোরণের ফলে তারা নিহত হয়েছেন।

রাশিয়া,দোনেৎস্ক,বিস্ফোরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত