নির্মাণাধীন ভবনে রহস্যজনক ড্রোন হামলা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১২:২৬ | অনলাইন সংস্করণ
রাশিয়ার রাজধানী মস্কোর একটি নির্মাণাধীন ভবনে রহস্যজনক ড্রোন হামলা হয়েছে। এছাড়া মোঝাইস্ক এবং খিমকি জেলায় আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি কারা ওই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়।
ধারণা করা হচ্ছে ইউক্রেন এই হামলা চালিয়েছে। তবে রাশিয়ায় ড্রোন হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ওয়াশিংটন রাশিয়ায় ড্রোন হামলার বিষয়ে কাউকে উৎসাহিত করেনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মস্কো সিটি কমপ্লেক্সে নির্মাণাধীন ভবনে যে ড্রোনটি আঘাত হেনেছে তা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পরে ওই ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সঙ্গে ধাক্কা লাগে। এছাড়া বিপরীত দিকের দুটি পাঁচতলা ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন এ ঘটনাকে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভ সরকারের আরেকটি প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন।
তবে এ পর্যন্ত রাশিয়ার ভেতরে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এর আগে মাত্র একদিন আগেই রাশিয়ার ভেতরে ঢুকে একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের ড্রোন।
স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-টু বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে। তবে ওই হামলার ব্যাপারেও মুখ খোলেনি কিয়েভ।