যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। এমন অবস্থায় দেশটির সবগুলো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে আসা এবং ছেড়ে যাওয়ার জন্য থাকা বিমানগুলোকে গ্রাউন্ড করা হয়েছে।
টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি সমস্যার কারণে ইউকে ছেড়ে যাওয়া এবং উড়ে যাওয়া বিমানগুলোকে গ্রাউন্ডেড করা হয়েছে। এর ফলে বন্ধ হয়ে গেছে আকাশপথ।
দেশটির জাতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার এক বিবৃতিতে জানিয়েছে, 'আমরা বর্তমানে একটি প্রযুক্তিগত সমস্যা অনুভব করছি। নিরাপত্তা বজায় রাখার জন্য ট্রাফিক প্রবাহে বিধিনিষেধ প্রয়োগ করেছি। প্রকৌশলীরা ত্রুটি খুঁজে বের করতে কাজ করছেন।'
ই বিবৃতিতে ব্রিটেনের জাতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানিয়েছে, আমরা এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।
ইজিজেট যাত্রীদের বলা হয়েছিল যে, সমস্যাটি যুক্তরাজ্যে বা বাইরে উড়ে যাওয়া সমস্ত ফ্লাইটকে প্রভাবিত করছে।
ভ্রমণকারীদের কাছে পাঠানো একটি বার্তায় বিমান সংস্থাটি জানিয়েছে, 'আমাদের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে। এটি বর্তমানে যুক্তরাজ্যের আকাশসীমায় বা বাইরে যাওয়ার সমস্ত ফ্লাইটকে প্রভাবিত করছে।'
ইজিজেট জানিয়েছে, 'আমরা এই সমস্যাটির প্রভাব এবং স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার সময়সীমা বোঝার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি।'