ফ্লোরিডায় হারিকেন ইদালিয়ার তাণ্ডব

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১১:৫৭ | অনলাইন সংস্করণ

হারিকেন ইদালিয়ার তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার বেশ কয়েকটি শহর লণ্ডভণ্ড হয়েছে। ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে রাজ্যর বিশাল এলাকা। ইতোমধ্যে ঝড়ে তিনজনের প্রাণহানির খবর এসেছে।

বুধবার রাত পর্যন্ত ফ্লোরিডায় সোয়া দুই লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল। এছাড়া জর্জিয়াতেও দুই লাখ ৩০ হাজারের মতো মানুষ অন্ধকারে আছে। ঝড়ের পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে ফ্লোরিডায় ৪০ হাজারের মতো কর্মীকে প্রস্তুত করে রাখা হয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।

হারিকেন ইদালিয়া বিপজ্জনক ক্যাটাগরি-৩ ঝড় হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত করে। হারিকেন আঘাত হানার আগে ফ্লোরিডাসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, ১২৫ বছরের মধ্যে এই অঞ্চলে এত মারাত্মক ঘূর্ণিঝড় দেখা যায়নি। হারিকেনের বাতাসের গতি ভয়াবহ রূপ নেয়। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার দেশের একাধিক অংশে রেড এলার্ট জারি করে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় সাধারণ মানুষকে।

ঝড়ে রাজ্যের বিগ বেন্ড অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।