জি-২০ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৮ | অনলাইন সংস্করণ

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন ঘিরে আগত বিশ্বনেতাদের সম্মানে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নয়াদিল্লির ‘ভারত মণ্ডপমে’ আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে একে-অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিশ্বনেতারা। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিশেষে অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর মধ্যে সবার নজর কাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হালকা গোলাপি ঢাকাই মসলিন পড়ে নৈশভোজ অনুষ্ঠানে হাজির হন। আর সাদা পাঞ্জাবি-কুর্তা, কালো জ্যাকেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের বর্ণনামতে, অলংকার বলতে মুক্তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় পছন্দের। বেশিরভাগ সময়েই মুক্তোর হার পরেন বাংলাদেশের তিনি। জি-২০ সম্মেলনের নৈশভোজেও তাকে দেখা গেল স্নিগ্ধ সাজে। মাখন-বেগুনি শেডেড ঢাকাইয়ের সঙ্গে দু লহরি মুক্তোর মালা ফের নজর কাড়ে।

দুইদিন ব্যাপী এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলানি,রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস, বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভন ডার লিয়েনসহ অন্যান্য রাষ্ট্র ও ক্ষমতাসীন দলের প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।