সৌদিতে সাড়ে ১৫ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ | অনলাইন সংস্করণ

আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি সরকার এক সপ্তাহে সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গত সপ্তাহে ওই অভিবাসীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে।

এতে বলা হয়, গত এক সপ্তাহে গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ৯ হাজার ৮০১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৩ হাজার ৮০৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী ২ হাজার ২০৭ জন। তবে, এরমধ্যে বাংলাদেশি আছে কি না তা জানা যায়নি।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সৌদি ছাড়ার চেষ্টাকালে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ যদি পরিবহন এবং আশ্রয় প্রদানসহ রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো প্রকার সুবিধা প্রদান করে থাকে তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা বা তাদের যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।