শিখ নেতা হত্যায় ভারতকে দুষলেন ট্রুডো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ | অনলাইন সংস্করণ
কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যায় ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় হারদিপ সিং নিজ্জারকে।
সোমবার হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতীয় সরকারের এজেন্টরা জুন মাসে ব্রিটিশ কলম্বিয়ায় শিখ সম্প্রদায়ের এক নেতাকে হত্যা করেছিল। হারদিপ সিংকে হত্যার ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়টি চলতি মাসের শুরুতে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি। তিনি বলেন, হারদ্বীপের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ পেয়েছে কানাডার গোয়েন্দারা।
এ ঘটনায় কানাডা থেকে ভারতের গোয়েন্দা প্রধানকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।
অবশ্য এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই শিখ নেতা নিজ্জারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।