লেবানন থেকে ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার অভিযোগ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১৬:০৬ | অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর এবার লেবানন থেকেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। লেবানন থেকে ছোড়া গোলাগুলো শেবা ফার্মসে ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে মর্টার শেল ছোড়ার খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও। লেবানন থেকে ছোড়া সেই গোলা শেবা ফার্মসে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলে তিনটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

অবশ্য ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননের যেখান থেকে এসব গোলা নিক্ষেপ করা হয়েছে সেই এলাকায় পাল্টা আর্টিলারি হামলা চালাচ্ছে তারা।

তারা জানিয়েছে, ‘আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্স) আর্টিলারি বর্তমানে লেবাননের সেই এলাকায় আক্রমণ করছে যেখান থেকে গুলি চালানো হয়েছিল। আইডিএফ এই ধরণের সম্ভাবনার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত অঞ্চলে এবং প্রয়োজনে যেকোনো সময়ে কাজ চালিয়ে যাবে।’

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েলি আর্টিলারি গোলাগুলো দক্ষিণ লেবাননের কাফার শুবার আশেপাশে পড়েছে। তবে ইসরায়েলি কামানের আঘাতে লেবাননের পক্ষে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ইসরায়েল লেবাননের সীমান্তে পর্যটন সুবিধা তথা রিসোর্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে হঠাৎ করে ইসরায়েলে ব্যাপক আক্রমণ শুরু করেছে অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাস। প্রথম ২০ মিনিটে হামাস ৫ হাজার রকেট ইসরায়েলে নিক্ষেপ করার দাবি করে। তবে ইসরায়েল জানিয়েছে তারা শুরুতে প্রায় ৩ হাজার রকেট হামলার মুখোমুখি হয়েছে। আকস্মিক এই হামলায় শুরুতে বিচলিত হয়ে পড়ে ইসরায়েল। তাৎক্ষণিক গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।

দুই পক্ষের মধ্যে এরই মধ্যে হামলা অব্যাহত রয়েছে। হামাস দখলকৃত ফিলিস্তিনের বেশ কিছু অঞ্চল নিজেদের অধিকারে নেয়ার দাবি করেছে।

এর আগে শনিবারের ইসরায়েলি হামলায় ২৩০ জন নিহতের পাশাপাশি এক হাজার ৬১০ জন আহত হয়েছেন এবং উল্টোদিকে হামাসের হামলায় আড়াইশ ইসরায়েলি নিহতের পাশাপাশি এক হাজার ১১ জনের মতো আহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২ নিউজ।

তবে সর্বশেষ তথ্য বলছে, এক হাজার ৪৫২ জন ইসরায়েলি চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে ২৬৭ জনের অবস্থা গুরুতর।

অবরুদ্ধ গাজা উপত্যকা পরিচালনাকারী গোষ্ঠী হামাসের ভয়াবহ এই হামলায় আহত হয়েছে আরও প্রায় ১৬০০ ইসরায়েলি। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।