ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাশ্মীরে হাউসবোটে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু

কাশ্মীরে হাউসবোটে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু

ব্যাপক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভারতের জম্মু-কাশ্মীরে ডাল লেকে হাউসবোটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে কয়েকটি হাউসবোট। এতে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে আরও কয়েকটি হাউসবোটে আগুন ধরে যায়। পরবর্তীতে বোটগুলো ছাই হয়ে গেলে মৃতদেহগুলি পাওয়া গেছে। এসব মৃতদেহের মধ্যে সাফিনা হাউসবোটে থাকা তিন বাংলাদেশি পর্যটক রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত পাঁচটি হাউসবোট একেবারে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে আরো কয়েকটি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কাশ্মির পুলিশ।

কাশ্মীর,বাংলাদেশি,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত