গাজার পাশে দাঁড়ানো ‘পবিত্র দায়িত্ব’: রাশিয়ার প্রেসিডেন্ট

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১৪:১৭ | অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বেসামরিক জনগণের পাশে দাঁড়ানো তথা তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া মস্কোর ‘পবিত্র দায়িত্ব’ দায়িত্ব বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক বক্তৃতায় একথা বলেন পুতিন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট মঙ্গলবার ব্রিকসের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই সময় তিনি বলেন, ‘ফিলিস্তিনি শিশুদের অ্যানেস্থেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে, এমন ভিডিও আমাকে বিচলিত করেছে।’ খবর আরটির

এই মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইসরায়েলকে নিয়মিতভাবে চিকিৎসা সুবিধাগুলোতে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাটি আরও বলেছে যে, অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে শিশুদের মৃত্যু নিত্যদিনের ঘটনা।

বুধবার গাজার রোমহর্ষক ভিডিও দেখিয়ে রাশিয়ান মন্ত্রিসভাকে সম্বোধন করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানবিক, মহৎ মিশন। চলমান ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করতে হবে।’

রাশিয়ান নেতা গাজার ফিলিস্তিনি বেসামরিকদের সহায়তাকে ‘আমাদের পবিত্র দায়িত্ব’ হিসাবে বর্ণনা করেছেন। এর আগে ব্রিকস সম্মেলনে পুতিন বলেন, গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু, বেসামরিক জনসংখ্যার বাস্তুচ্যুতি এবং যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে সেটি গভীর উদ্বেগের।