বিতর্কিত লাইফ-৩৬০ ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে নিজ ছেলেকে স্কুলের শিক্ষিকার সঙ্গে ‘অপ্রীতিকর অবস্থায়’ ধরেছেন যুক্তরাষ্ট্রের এক মা। স্কুলে রাগবি খেলার প্র্যাকটিস সেশনে না যাওয়ায় সন্দেহ হলে ১৮ বছর বয়সী ছেলেকে ট্র্যাক করেন তিনি। এরপর এক পার্কে শিক্ষিকার সঙ্গে গাড়ির ভেতর অপ্রীতিকর অবস্থায় ছেলেকে খুঁজে পান তিনি।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে নিজের মোবাইল দিয়ে এই অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি তোলেন তিনি। সঙ্গে গাড়ির নাম্বার প্লেটের ছবিও তুলে রাখেন। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে গ্যাব্রিয়েলা কারতায়া-নিউফিল্ড নামের ২৬ বছর বয়সী ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ওই শিক্ষার্থীর বাবা-মা শিক্ষিকার সঙ্গে তাদের ছেলের সম্পর্ক থাকার ব্যাপারে গুঞ্জন শুনেছিলেন।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকা তার ছাত্রের সঙ্গে নিজ বাড়ি ও গাড়িতে যৌনকর্ম করেছিলেন। এমনকি ছাত্রের মায়ের বাড়িতেও ওই ছাত্রের সঙ্গে একান্ত সময় কাটিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, লাইফ-৩৬০ অ্যাপটি মূলত প্রিয়জনদের অবস্থান জানার জন্য তৈরি করা হয়েছে। তবে এ অ্যাপটি নিয়ে বিতর্ক রয়েছে। কারণ এটি ভিন্ন কাজেও ব্যবহার করা হয়।