ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৬১ অভিবাসনপ্রত্যাশী নিয়ে লিবিয়ায় নৌকাডুবি

৬১ অভিবাসনপ্রত্যাশী নিয়ে লিবিয়ায় নৌকাডুবি

লিবিয়া উপকূলে অন্তত ৬১ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকাটিতে থাকা যাত্রীদের কেউই জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও আছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে রোববার (১৭ ডিসেম্বর) এই খবর প্রকাশ করেছে বিবিসি।

শনিবার নৌকাডুবির ঘটনায় জীবিতদের বরাত দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, প্রায় ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার জুওয়ারা থেকে রওনা দেয়। সাগরের উঁচু ঢেউয়ে জাহাজটি ভেসে যায়।

সেখান থেকে ২৫ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলেও এখনো শিশুসহ ৬১ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের বাসিন্দা।

অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা। প্রতিবছর ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকাডুবির ঘটনা বেড়েই চলেছে।

অভিবাসন,লিবিয়া,নৌকাডুবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত