হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রোববার আল-বারাশ এবং আলওয়ান পরিবারের এক আবাসিক ব্লকে এ বিমান হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু আছে। এ ছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছে। আশংকা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ আছে। তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আহত অনেক নারী ও শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু হাসপাতালগুলো ইতিমধ্যেই আহত অধিক সংখ্যক রোগী দিয়ে পূর্ণ হয়ে গেছে।
বার্তা সংস্থা ওয়াফা সূত্রে জানা যায়, আল-বুর্শ এবং আলওয়ান পরিবারের অন্তর্গত আবাসিক স্কোয়ারে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন আহত বা নিখোঁজ হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং স্থানীয় বাসিন্দারা।