ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ২০

রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ২০

রুশ সীমান্তের কাছে বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে এবং আহত হয়েছে অন্তত শতাধিক। দক্ষিণ-পশ্চিম রাশিয়ায় মারাত্মক বিমান হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে মস্কো। এর আগে ১৪ জন নিহত হওয়ার কথা জানা গিয়েছিল।

রোববার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর রাশিয়ার অভ্যন্তরে সবচেয়ে বড় হামলার ঘটনা এটি। এ হামলায় হতাহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

ইউক্রেনের একটি নিরাপত্তা সূত্র বলেছে, গতকাল শনিবারের অভিযানে শুধুমাত্র সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার ইউক্রেনে রাশিয়া হামলা চালালে ৩৯ জন নিহত হয়। এরপরেই পাল্টা হামলা চালালো ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়ায় এখন পর্যন্ত চালানো সবচেয়ে বড় বোমা হামলা এটি।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র থেকে জানা গেছে, রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে এ হামলা। ৭০টির বেশি ড্রোন ছোঁড়া হয়েছে রুশ স্থাপনাকে লক্ষ্য করে। বেলগোরদে ১৩টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে ক্রেমলিন। এছাড়াও রাজধানী মস্কোসহ আরও কয়েকটি শহরে ধ্বংস করা হয়েছে ৩২টি ড্রোন।

রাশিয়া,ইউক্রেন,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত