পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশু নিহত
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১০:২৭ | অনলাইন সংস্করণ
পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু নিহত হয়েছে। পাকিস্তান বলছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরানের হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছে। খবর বিবিসি
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদ সংস্থার বরাতে দেশটি বলছে, তারা জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের সঙ্গে যুক্ত দুটি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে।
যদিও পাকিস্তান এটিকে একটি বেআইনি কাজ বলে অভিহিত করেছে এবং তাদের এ দাবিকে প্রত্যাখ্যান করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের ভেতর ইরানের এ ধরনের হামলা নজিরবিহীন। মঙ্গলবার সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে হামলাটি চালানো হয় যা পরবর্তিতে গুরুতর পরিণতি বয়ে আনতে পারে।
এর আগে ইরানি হামলার শিকার হয়েছিল ইরাক ও সিরিয়া। এরপর পাকিস্তান তৃতীয় কোনো দেশ যেটি গত কয়েকদিনের মধ্যে ইরানি হামলার শিকার হলো।