ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চুরির অভিযোগে নিউজিল্যান্ডে নারী এমপির পদত্যাগ

চুরির অভিযোগে নিউজিল্যান্ডে নারী এমপির পদত্যাগ

নিউজিল্যান্ডের গ্রিন পার্টির গোলরিজ গাহরামান নামের এক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে একাধিক দোকান থেকে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর তিনি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে পোশাকের দুটি দোকান থেকে তিনবার চুরির অভিযোগ আনা হয়েছে।

এরই মধ্যে গোলরিজের চুরি করার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সিসিটিভির ওই ফুটেজে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে হাতব্যাগ চুরি করছেন তিনি। ভিডিওটি সামনে আসার পরই মঙ্গলবার (১৬ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ইরানে জন্মগ্রহণ করা ৪২ বছর বয়সী এ সংসদ সদস্য দাবি করেছেন, কাজের চাপ থাকার কারণেই তিনি এমন কাজ করেছেন যা তার চরিত্রের সঙ্গে যায় না। একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ এমন আচরণ আশা করেন না। আমার এই কাজে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

তার পদত্যাগের প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির নেতা জেমস শ জানান, গাহরামান পার্লামেন্টে নির্বাচিত হওয়ার দিন থেকেই অব্যাহত যৌন সহিংসতা, শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন ছিলেন। তিনি হয়তো মানসিক চাপ থেকেই এমন কাজ করেছেন।

চুরি,এমপি,নিউজিল্যান্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত