ইরানে পাল্টা হামলা চালাল পাকিস্তান, নিহত ৭ 

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫৬ | অনলাইন সংস্করণ

পাকিস্তানের অভ্যন্তরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদর দফতরে ইরানের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরানের ভেতর একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ইরানে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছেন।

বুধবার রাতে পাকিস্তান হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্গ বার সরমাচার নামের গোয়েন্দাভিত্তিক অপারেশনে কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। অপরদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের হামলায় চার শিশু ও তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন।

পাকিস্তানের একটি সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তান ইরানের গভীরে সারাভান এবং জালক এলাকায় বিমানবাহিনীর মাধ্যমে বেলুচ সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে। ইরানের গভীরে পাকিস্তানি বাহিনী বেশ কয়েকটি স্থানকে লক্ষ্যবস্তু করেছে।

পাকিস্তানের সামরিক সূত্র আনাদুলু এজেন্সিকে জানিয়েছে, পাকিস্তান ইরানের অভ্যন্তরে বালুচিস্তান লিবারেশন আর্মি গোষ্ঠীর সাতটি অবস্থানে হামলা চালিয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইরান।তেহরানের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এর আগে ইরানের নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় এই সন্ত্রাসী গোষ্ঠীটির হাত ছিল বলে দাবি করেছে তেহরান। তবে পাকিস্তান এ হামলার কড়া নিন্দা জানিয়েছে। হামলায় ২ শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে দেশটি।

তাদের অভিযোগ, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরান। এ ঘটনা পাকিস্তানের ‘সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ।

জইশ আল-আদলকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে ইরান। এ সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। তারা সম্প্রতি ইরানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।