যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের দুটি বাড়ির ভেতরে ৭ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় সোমবার বিকেলে তাদের মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশ বলছে, এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে তারা খুঁজছে। নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন। ন্যান্সকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা উচিত। সে একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি চালায় বলে ধারণা করা হচ্ছে।
জোলিয়েট পুলিশ প্রধান বিল ইভান্স বলেন, আমি ২৯ বছর ধরে একজন পুলিশের দায়িত্ব পালন করছি। এটি আমার দেখা সম্ভবত সবচেয়ে খারাপ অপরাধের দৃশ্য।
সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, সোমবার স্থানীয় সময় ১৮টা ৪ মিনিটে পুলিশকে জানানো হয়েছিল যে, বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা সেখানে সাতজনের মরদেহ দেখতে পান।