ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এর জন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল।

তিনি বলেন, বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং এগুলো অব্যাহত থাকবে।

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আরও গভীর করতে যুক্তরাষ্ট্র কোন সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ভাবছে কিনা তা জানতে চাইলে বেদান্ত প্যাটেল এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত বছর বাংলাদেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বার্ষিকী ছিল এবং এমন বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে- বিশেষ করে জলবায়ু সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা; যেখানে আমরা বিশ্বাস করি যে, অংশীদারিত্বকে আরও গভীর করার সুযোগ রয়েছে।

প্যাটেল আরও বলেন, সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।

বাংলাদেশ,যুক্তরাষ্ট্র,সম্পর্ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত