চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ৫১

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ | অনলাইন সংস্করণ

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দাবানলে দেশটির দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, ভয়াবহ এই দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দক্ষিণ আমেরিকার এই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মূলত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে বলেও জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় শহর ভিনা ডেল মার। সবজায়গায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা। এছাড়া উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মারে দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছেন ওই শহরের মেয়র।

গত শুক্রবার চিলিতে দাবানলের সূত্রপাত হয়। এরপর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সে কারণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিপর্যয়কর এই অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিহতের সংখ্যা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। পরিস্থিতি সত্যিই খুব কঠিন।