মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় নৌ কর্মকর্তাকে মুক্তি দিলো কাতার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২ | অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। তাদের মধ্যে সাতজন ইতোমধ্যে দেশেও ফিরেছেন। তারা দীর্ঘ ১৮ মাস কাতারের কারাগারে বন্দি ছিলেন।

গত সোমবার (১২ ফেব্রুয়ারি) ভারত সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

ভারতীয় নৌবাহিনীর এই আট কর্মকর্তাকে ২০২২ সালের অক্টোবরে গ্রেফতার করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। তারা কাতারের বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে ইসরায়েলে গুপ্তবৃত্তির অভিযোগ উঠেছিল। পরে দেশটির আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।

মৃত্যুদণ্ড পাওয়া আটজন হলেন- ক্যাপ্টেন নভতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ।

নৌ কর্মকর্তাদের মুক্তির ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাতারে বন্দি আট ভারতীয়’র ফিরে আসার বিষয়টিকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। তারা দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করতেন। আটজনের মধ্যে সাতজন ইতোমধ্যে ভারতে ফিরে এসেছেন। এসব ভারতীয়দের মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত কাতারের আমির নিয়েছিলেন, আমরা সেটিকে স্বাগত জানাই।

এর আগে দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আট ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ২০২২ সালের অক্টোবরে কাতারে গ্রেপ্তার হন। পরে দেশটির আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।