রাফাহ শহরে ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি নিহত

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪ | অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আর এ হামলায় অঞ্চলটিতে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটি (পিসিআরএস) জানিয়েছে, বর্তমানে রাফাহতে গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অবস্থান করছে। সেখানে সোমবার রাতে ইসরায়েলি সেনারা হেলিকপ্টার থেকে মেশিনগান ব্যবহার করে গুলি ছুড়েছে। এতে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

রাফাহর পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলিরা তাদের বর্বর হামলায় অন্তত দুটি মসজিদ এবং বেশ কয়েকটি বাড়িঘরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

রাফাহ শহরের বাসিন্দারা জানিয়েছেন, হামলা যখন শুরু হয় তখন অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। ফলে শহরটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে কিছু মানুষের আশঙ্কা ছিল ইসরায়েল রাফাহ শহরে স্থল হামলা শুরু করেছে।