ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনায় বাংলাদেশ-ভিয়েতনাম

সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনায় বাংলাদেশ-ভিয়েতনাম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কঅং। গতকাল মঙ্গলবার এ সাক্ষাতকালে তারা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা করে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচক চেয়ারম্যানের সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সাক্ষাতকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ়করণসহ আকাশ পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান এয়ার সার্ভিস চুক্তি নবায়নের প্রসঙ্গও এ সময় উঠে আসে।

বিমান চলাচল চুক্তি নবায়নের বিষয়ে শিগগির একটি পরামর্শক সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা শেষে দুই দেশের সিভিল এভিয়েশন ও বিমান পরিবহন সংস্থাগুলোর ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ফ্লাইট চালু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত