নাইজেরিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলা, ২৭৫ শিক্ষার্থীকে অপহরণ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি স্কুলে হামলা চালিয়ে অন্তত ২৮০ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে একদল বন্দুকধারী। এ ঘটনার পর অন্তত ২৭৫ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) একদল বন্দুকধারী দেশটির উত্তরাঞ্চলের কুরিগা শহরে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অপহরণের এই ঘটনা ঘটিয়েছে।
নাইজেরিয়ার চিকুন জেলায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক জানান, বন্দুকধারীরা গোলাগুলি শুরু করার পর অনেক শিক্ষার্থীকে সরিয়ে ফেলতে সক্ষম হন শিক্ষকরা। এরপর মাথা গুনতে গেলে দেখা যায় অন্তত ২৮০ জন শিক্ষার্থী নিখোঁজ। যারা নিখোঁজ রয়েছে ধারণা করা হচ্ছে তাদের বয়স আট থেকে পনেরো বছরের মধ্যে। এর মাঝে ১২৫ জন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী।
স্থানীয় একজন অধিবাসী মোহাম্মদ আদম বলেন, ২৮০ জনেরও বেশি বাচ্চাকে অপহরণ করা হয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম এই সংখ্যা ২০০ হবে, তবে সাবধানে হিসাব করে দেখা গেছে ২৮০ জনের বেশি শিক্ষার্থী অপহৃত হয়েছে।