ফের ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা, নিহত ১৯

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১০:১৪ | অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের ওপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন।

শনিবার (২৩ মার্চ) রাতের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ভূখণ্ডটির মিডিয়া অফিস জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে সাহায্যের অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনীর অতর্কিত এ হামলায় হতাহত হন বহু ফিলিস্তিনি। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা। তাদের খোলা আকাশের নিচে তাবু টাঙিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সেখানে মারা যান আরও কয়েকজন। আহতদের অনেকের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজার আল-কুয়েত গোলচত্বরের কাছে কয়েক হাজার ফিলিস্তিনি আটা ও সাহায্যের জন্য জড়ো হলে সেখানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী।