ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কি সেতুতে একটি কন্টেইনার জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও ছয় জন নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে একটি জাহাজ সেতুর একটি পিলারে ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট এই ঘটনাটি একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ উল্লেখ করে বলেন, এখন সেখানকার লোকজন, তাদের জীবন এবং যারা পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন আমরা তাদের খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছি। এখন এটাই একমাত্র বিষয় যেটা নিয়ে আমাদের কথা বলা উচিত।

ভেঙে পড়ার সময় বেশ কয়েকটি যানবাহন সেতুটি অতিক্রম করছিল। সেতুটি ২ দশমিক ৬ কিমি (১ দশমিক ৬ মাইল) দীর্ঘ। কনটেইনার জাহাজটি এর একটি পিলারে ধাক্কা মারলে এটি ভেঙে পড়ে।

ঘটনার পর মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা বলেন, ঘটনার পর অনেক বিষয়েই প্রশ্ন রয়েছে। উদ্ধার অভিযানের ওপরই তাদের যাবতীয় নজর এখন। এখন খতিয়ে দেখা হবে, কী কারণে ঘটল এবং কীভাবে এটি এড়ানো যেত।

যুক্তরাষ্ট্র,সেতু,নিখোঁজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত