ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: সন্ধান মেলেনি কারও

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: সন্ধান মেলেনি কারও

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেলেও ঘটনাস্থলে জীবিত কারও সন্ধান মেলেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন। ইতোমধ্যে হেলিকপ্টারটি খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা।

ইরানের বার্তাসংস্থার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারও জীবিত থাকার কোনো চিহ্ন নেই।

দেশটির ঊর্ব্ধতন একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যবশত, সব যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রেড ক্রিসেন্ট জানিয়েছিল, তারা প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান পেয়েছে এবং বিধ্বস্ত হওয়ার স্থানে পৌঁছেছে।

আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় রোববার (১৯ মে) ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নরসহ আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন।

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত,সন্ধান মেলেনি কারও,হেলিকপ্টার,বিধ্বস্ত,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত