ভারতে লোকসভা নির্বাচন
ভোট গণনায় এগিয়ে বিজেপি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১০:৫৪ | অনলাইন সংস্করণ
ভারতে লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। প্রথম দেড় ঘণ্টার ভোটগণনায় অর্ধেকের বেশি আসনের এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স।
প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট গণনার প্রথম এক ঘণ্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ২৫৭টি আসনে। ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ১৪৫টি আসনে এবং অন্যরা এগিয়ে ১৯টি আসনে।
টানা ৪৪ দিন ধরে চলা ৭ ধাপের নির্বাচনে ভোট দিয়েছেন ভারতের প্রায় ৬৪ কোটি মানুষ। তবে যে বা যারাই জিতুক না কেন, সেখানে ব্যবধান গড়ে দেবে ভারতের বেশ কয়েকটি রাজ্য।
রাজ্যগুলো হলো—বাংলাদেশ সংলগ্ন ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার, তেলেঙ্গানা, ওডিশা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও উত্তর প্রদেশ। এছাড়া, বিজেপি ভারতের দক্ষিণের অন্যান্য রাজ্যগুলোতে কতটা ভালো করে তারা ওপরও অনেক কিছুই নির্ভর করেছে।
এদিকে ভোট গণনা শুরুর পর নিজের আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসী লোকসভা আসনে এগিয়ে আছেন তিনি। এছাড়া অমিত শাহ, রাহুল গান্ধী ও অখিলেশ যাদবও তাদের নিজ নিজ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন।