গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৭
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১১:৫৩ | অনলাইন সংস্করণ
ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুহারা লোকজনের ওপর হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (৬ জুন) ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
ইসরায়েল দাবি করেছে, স্কুলটিতে হামাসের একটি কম্পাউন্ড ছিল। ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত যোদ্ধারা সেখানে ছিল। তাই হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে; যে হামলাটি আট মাস ধরে চলমান এই যুদ্ধের সূচনা ঘটিয়েছিল।
ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছেন গাজার হামাস পরিচালিত সরকারের তথ্য দফতরের পরিচালক ইসমাইল আল-থাওয়াবেত। তিনি বলেন, ‘দখলদাররা কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের বিরুদ্ধে চালানো নৃশংস অপরাধকে বৈধতা দিতে মিথ্যা বানানো গল্পের মাধ্যমে জনমতের কাছে মিথ্যা কথা বলে।’
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গাজায় যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি সেনা প্রত্যাহার করা প্রয়োজন। তবে ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান বলেছেন, যুদ্ধবিরতির আলোচনার সময় হামলা থামানো হবে না।