উরুগুয়েতে বয়স্কদের জন্য পরিচালিত এক নার্সিং হোমে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা সবাই বৃদ্ধ এবং তাদের বেশিরভাগই নারী।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খবর জানায় এএফপি। প্রতিবেদনে বলা হয়, আগুনে আট নারী এবং দুইজন পুরুষ মারা গেছেন।
অগ্নিনির্বাপক কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তারা নার্সিং হোমের প্রধান প্রবেশদ্বারটি বন্ধ দেখতে পান। ভবনের ভেতরে প্রবেশ করার পর তারা বসার ঘরে আগুন দেখতে পান। ওই সময় পুরো ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।
স্থানীয় সময় রোববার (৭ জুলাই) এই অগ্নিকাণ্ড ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার উরুগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মন্টেভিডিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার (২৮০ মাইল) উত্তর-পূর্বে ট্রেইন্টা ওয়াই ট্রেস শহরে অবস্থিত ওই নার্সিং হোমে আগুন লেগে। নার্সিং হোমটি ছয় কক্ষের একটি ভবন। একমাত্র তত্ত্বাবধায়ক ছাড়া আর কেউ ভবনটি থেকে বের হতে সক্ষম হননি। ভেতরে ১০ জন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়।
ভবনের বাসিন্দাদের বের হতে না পারার কারণ হিসেবে আগুন লাগার সময় নার্সিং হোমের প্রধান প্রবেশদ্বারটি বন্ধ ছিল বলে জানা গেছে।