আমেরিকায় এমন সহিংসতার স্থান নেই : বাইডেন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১০:৫৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলার এ ঘটনাকে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে।
হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে ব্রিফ করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে তিনি নিরাপদে ও ভালো আছেন।
এটি হত্যার প্রচেষ্টা ছিল বলে তিনি বিশ্বাস করেন কিনা তা জানতে চাইলে জবাবে বাইডেন বলেন, আমি নিশ্চিত করতে চাই যে, আমাদের কাছে সমস্ত তথ্য আছে।
এদিকে ট্রাম্পের ওপর হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, পেনসিলভেনিয়ায় সহিংস এই হামলার ঘটনায় সবাইকে নিন্দা করতে হবে।