বাংলাদেশে প্রাণহানি বন্ধের আহ্বান ভলকার টুর্কের

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ১০:৫৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশে চলমান সহিংসতা ও প্রাণহানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ আরও মানুষ মারা গেছেন।

এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ আরও মানুষ মারা গেছেন। এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে। 
 
সোমবার আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা এবং শাসক দলের পাল্টা কর্মসূচিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, আমার আশঙ্কা, এতে আরও মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে।

তিনি আরও বলেন, যারা সিনিয়র আছেন এবং যারা কমান্ড দেওয়ার জন্য দায়ী তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা অবশ্যই পরিষ্কার করতে হবে যে, এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি দেওয়া যাবে না। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন, সরকারকে তাদের টার্গেট করা অবশ্যই বন্ধ করতে হবে।

 

আবা/এসআর/২৪