উগান্ডায় আবর্জনার স্তূপে চাপা পড়ে নিহত ২১

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১১:৩৩ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

উগান্ডার রাজধানী কাম্পালায় কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির ফলে একটি বিশাল আবর্জনার স্তূপ ধসে পড়ার ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। ভূমিধসের পর বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে উদ্ধারকারীরা এখনও পর্যন্ত বর্জ্য খনন চালিয়ে যাচ্ছেন।

রোববার (১১ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কাম্পালার মেয়র এরিয়াস লুকওয়াগো বার্তাসংস্থা এএফপিকে বলেন, আনুমানিক ৪০ লাখ লোকের বাসস্থান কাম্পালা। এটি ছিল এমন ‘একটি বিপর্যয় (যেটি) ঘটতে বাধ্য’, এবং ‘অনেক মানুষ, আরও অনেকেই এখানে সমাহিত হয়ে থাকতে পারেন’।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, শহর কর্তৃপক্ষ অনেক বছর ধরে আবর্জনার জন্য একটি নতুন স্থান খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানা গেছে।

রয়টার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে আবর্জনার তৈরি বিশাল পাহাড় ধসে পড়ে। এর ফলে আশপাশের বাড়িঘরের বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়েন।

প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি কীভাবে ‘সম্ভাব্য বিপজ্জনক স্তূপের’ কাছাকাছি মানুষকে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল তা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এটিকে ‘বিপজ্জনক অঞ্চল’ বলে অভিহিত করে লোকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

আবা/এসআর/২৪