ইউক্রেন সীমান্তে বেলারুশের অতিরিক্ত সেনা মোতায়েন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১০:৩৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
বেলারুশ ইউক্রেন সীমান্তজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। দেশটির সীমান্তে ইউক্রেনের ১ লাখ ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েনের জবাবে বেলারুশও সেনা মোতায়েন করেছে বলে জানান তিনি।
২০২২ সালের ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর তথ্যানুযায়ী, বেলারুশের পেশাদার সেনা সংখ্যা প্রায় ৪৮ হাজার এবং প্রায় ১২ হাজার সীমান্তরক্ষী সেনা রয়েছে।
লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনের আগ্রাসী নীতি দেখে আমরা সীমান্তে শক্তি বাড়িয়েছি। সীমান্তজুড়ে আমাদের সেনাবাহিনী মোতায়েন করেছি। যুদ্ধ হলে প্রতিরক্ষায় তারা কাজ করবে।
বেলারুশের প্রেসিডেন্ট রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বেলারুশের বেল্টা নিউজ।
ইউক্রেনের রাজধানী কিয়েভ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে শনিবার কিয়েভ জানিয়েছিল, সীমান্তে বেলারুশের মোতায়েন করা সেনার কোনো উল্লেখযোগ্য উপস্থিতি তাদের চোখে পড়েনি।
আবা/এসআর/২৪