ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে প্রাণ গেল ৪৮ জনের

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে প্রাণ গেল ৪৮ জনের

নাইজেরিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে একটি জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা ও সিএনএনের।

খবরে বলা হয়েছে, বিস্ফোরিত হওয়া জ্বালানির ট্যাংকারটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে এটিতে বোমার মতো বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারটির সংঘর্ষ হয়। এসময় আশপাশে থাকা আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। ফলে সেসব যানবাহনগুলোতেও আগুন ধরে যায়।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, জ্বালানির ট্রাকের সঙ্গে অন্য যে ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদি পশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের পর আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিল বলে জানান তিনি।

আবা/এসআর/২৪

নাইজেরিয়া,বিস্ফোরণ,প্রাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত