ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯, আহত প্রায় ৩ হাজার

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯, আহত প্রায় ৩ হাজার

লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুই হাজার ৭৫০ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাবননজুড়ে, বিশেষত দক্ষিণ লেবাবননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আহতদের মধ্যে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য, মেডিকেল শিক্ষার্থী এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্যদের যোগাযোগে ব্যবহৃত পেজার বিস্ফোরণকে 'ইসরায়েলি আগ্রাসন' বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি এর নিন্দা জানিয়েছেন।

তবে রয়টার্স বিস্ফোরণ নিয়ে ইসরায়েলের সাথে যোগাযোগ করলে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।

হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে, ‘ইসরায়েল এর ন্যায্য শাস্তি পাবে।’

আবা/এসআর/২৪

লেবানন,বিস্ফোরণ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত