ইউক্রেনের জেতার পরিকল্পনা প্রস্তুত, দাবি জেলেনস্কির
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে শান্তির জন্য ‘জেতার পরিকল্পনা’ প্রস্তুত হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই পরিকল্পনা আসন্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে উপস্থাপন করবেন বলে গত মাসেই ঘোষণা দিয়েছিলেন তিনি। কী আছে এই পরিকল্পনায়? এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। গত বুধবার নিয়মিত ব্রিফিংয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য শর্তাবলী তৈরিই এই পরিকল্পনার লক্ষ্য। জেলেনস্কি বলেন, আজ এটা বলা যেতে পারে যে, আমাদের বিজয় পরিকল্পনা সম্পূর্ণরূপে প্রস্তুত। সব পয়েন্ট, মূল ফোকাসের সব জায়গা এবং পরিকল্পনার সব প্রয়োজনীয় বিশদ সংযোজন সংজ্ঞায়িত করা হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি বাস্তবায়নের সংকল্প। তিনি বলেন, শান্তির কোনো বিকল্প নেই। যুদ্ধের স্থবিরতা বা অন্য কোনো কারসাজি, যা রুশ আগ্রাসনকে অন্য পর্যায়ে নিয়ে যাবে, সেটি গ্রহণযোগ্য হবে না।