ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশ এবং আশপাশের অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এ বন্যায় বহু রাস্তাঘাট, সেতু, ভবন এবং গাড়ি ভেসে গেছে। প্রায় দেড় লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। খবর রয়টার্স।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা অ্যামেট জানিয়েছে, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) মাত্র আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়েছিল ভ্যালেন্সিয়ার কাছাকাছি চিভা শহরে। এটি সেখানকার মানুষদের জীবন ঝুঁকিতে ফেলে দেয়। আকস্মিক পানির প্রবাহ রাস্তা ও হাইওয়েগুলোকে নদীতে রূপান্তরিত করে, যার ফলে বিপদে পড়েন বহু মানুষ।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বন্যার্তদের উদ্ধার করতে প্রায় এক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অনেকে এখনো দুর্গম এলাকায় আটকা পড়ে আছেন। কারণ বন্যার পানিতে সড়কগুলো ডুবে যাওয়ায় এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত মঙ্গলবার ভ্যালেন্সিয়ার কিছু অংশে আট ঘণ্টার মধ্যে এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই কারণে সড়ক তলিয়ে গেছে। কৃষিজমি নিমজ্জিত হয়ে গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা জানিয়েছেন, মানুষজন গাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। পানির ঘূর্ণায়মান স্রোত সড়ক প্লাবিত করেছে।

ডেনিস হ্লাভাটি নামের একজন বলেন, এখান দিয়ে যেন একটা নদী প্রবাহিত হচ্ছে। দরজা ভেঙে গেছে। আমি ২ মিটার গভীর পানিতে বন্দি অবস্থায় রাত পার করেছি।

তবে বন্যায় দুর্যোগ সতর্কতা জারিতে দেরি হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরকার। স্থানীয় নাগরিকরা অভিযোগ করেছেন, বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষ সঠিক সময়ে সতর্কতা জারি করতে পারেনি। এর ফলে অনেক মানুষের জীবন হুমকির মধ্যে পড়ে।

আবা/এসআর/২৪

স্পেন,বন্যা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত